ঢাকা: মিশরের সর্বোচ্চ আদালত দেশটির ইসলামপন্থি নিয়ন্ত্রিত পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেট (সূরা কাউন্সিল) ও সংবিধানের খসড়া প্রণয়নকারী প্যানেলকে অবৈধ ঘোষণা করেছে। রোববার সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট (এসসিসি) সূরা কাউন্সিলের বৈধতা সংক্রান্ত রায় দেয়।
গত বছর পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণার পর ঐতিহ্যগতভাবে ক্ষমতাহীন পার্লামেন্টের উচ্চ কক্ষকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়।
তবে বিচার বিভাগের সূত্র জানিয়েছে, নতুন পার্লামেন্ট গঠিত না হওয়া পর্যন্ত সূরা কাউন্সিলকে বিলুপ্ত করা হবে না।
এখনও মিশরের সাধারণ নির্বাচনের দিন নির্ধারণ করা হয়নি। অক্টোবরে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
গত ডিসেম্বরে গণভোটের মাধ্যমে অনুমোদিত সংবিধানের খসড়া প্রণয়নকারী প্যানেলের বিরুদ্ধেও রায় দিয়েছে সর্বোচ্চ আদালত।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ০২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com