ঢাকা: ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে। তবে পাইলট নিরাপদে আলেবোর্জ পাহাড়ে জুররি অবতরণ করতে করতে সমর্থ হন।
রোববার ইরানের সানজাদা প্রদেশে তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রকল্প তিনটির মধ্যে ইরানের সবচেয়ে বড় একটি রোড টানেলও রয়েছে।
পরে গাড়িতে করে সানজাদা প্রদেশে গিয়ে তিনি প্রকল্পগুলো উদ্বোধন করেন। আবার গাড়িতে করেই তেহরানে পৌছান তিনি।
প্রেসিডেন্টের ওয়েবসাইটে বলা হয় বিধাতার কৃপায় দুর্ঘটনায় কেউই হতাহত হয়নি। বিমানে আহমেদিনেজাদের সঙ্গে সরকারি এক দল কর্মকর্তাও ছিল।
ইরানের সংবাদ সংস্থা মেহের জানায়, প্রেসিডেন্ট এবং তার সঙ্গীরা পুরোপুরি সুস্থ্য আছেন।
তবে ঠিক কোন কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে তা পরিষ্কার করে কেউই জানাতে পারেনি।
আগস্টে আহমাদিনেজাদের প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদ শেষ হচ্ছে। দেশটির সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারছেন না।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর