কলকাতা: দুই/একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হল হাওড়া লোক সভার উপ-নির্বাচন। মোট ভোট পড়েছে ৬০ শতাংশের কিছু বেশি ।
ঘটনাস্থলে হাজির হয় বিরাট পুলিশ বাহিনী। অশান্তি ছড়াবার কারণে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরও কয়েকটি বুথে গোলমালের অভিযোগ করেছে বিরোধীরা।
ভোট শেষ হবার আগেই ৫টা নাগাদ বিধানভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘বাইক নিয়ে সাধারণ ভোটারদের ভয় দেখান হয়েছে, বেশ কিছু এলাকায় বুথ দখল করার চেষ্টা করেছিল বর্তমান শাসক দল, আর এই সব ঘটনা ঘটেছে পর্যবেক্ষকদের চোখের সামনে। তিনি তার অভিযোগ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছেও জানিয়েছেন।
সিপিআই (এম) থেকে জানানো হয় মধ্য-হাওড়ায় তাদের একটি পার্টি অফিসে ভাঙচুর করেছে শাসক দল তৃণমূলের বাইক বাহিনী। বালী এবং উত্তর হাওড়ায় বুথ দখলের অভিযোগ করা হয়েছে বিরোধীদের তরফে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃনমূল কংগ্রেস। তাদের কথায় নির্বাচন হয়ছে শান্তিপূর্ণ ভাবেই।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ০২, ২০১৩
ভাস্কর/ সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর