ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতীয় ক্রিকেটবোর্ডে সভাপতি জগমোহন ডালমিয়া

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, জুন ২, ২০১৩
ভারতীয় ক্রিকেটবোর্ডে সভাপতি জগমোহন ডালমিয়া

কলকাতা : ভারতীয় ক্রিকেট বোর্ডের(বি সি সি আই)  কার্য সমিতির অন্তর্বর্তী কালীন সভাপতি হচ্ছেন জগমোহন ডালমিয়া। রোববার দুপুর আড়াইটা  নাগাদ চেন্নাই এর হোটেল শেরটনে বি সি সি আই - এর বিশেষ সভার আহ্বান করা হয়।



এই সভায় চূড়ান্ত বাগ-বিতণ্ডার পর আগামী ৪ মাসের জন্য জগমোহন ডালমিয়ার নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন অরুণ জেঠলি। সংখ্যার বিচারে ডালমিয়ার নাম গৃহীত হয়।

স্পট ফিক্সিং নিয়ে যথেষ্ট চাপের মুখে পড়েছিলেন  শ্রীনিবাসন। তার জামাই চেন্নাই সুপার কিংস-এর সাবেক চিফ এক্সিকিঊটিভ অফিসার (সিইও) গুরুনাথ মিয়াপ্পান-এর বিরুদ্ধে সরাসরি ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গুরুনাথ মিয়াপ্পানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরেই  শ্রীনিবাসন-এর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।

এদিন বোর্ডের এই সভা শুরু হলে  শ্রীনিবাসনের  পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। উঠে আসতে থাকে অরুণ জেঠলি,শিবলাল যাদব, শশাঙ্ক মোনহরের নাম।

কিন্তু পদত্যাগ করতে অরাজি থাকেন শ্রীনিবাসন। শেষ পর্যন্ত জগমোহন ডালমিয়াকেই অন্তর্বর্তীকালীন কার্য সমিতির সভাপতি হিসেবে মেনে নেন বি সি সি আই এর কার্যসমিতি। আপাতত কাজ থেকে সরে থাকবেন শ্রীনিবাসন।

জগমোহন ডালমিয়া এর আগেও ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে কাজ করেছেন। তার প্রশাসনিক দক্ষতা বি সি সি আই -এর এই সমস্যার সময়ে কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

বিসিসিআই-এর স্পট ফিক্সিং সংক্রান্ত তদন্ত পরিচালনার দায়িত্ব এখন জগমোহন ডালমিয়ার হাতেই থাকবে। বিস সিসিআই-এর সভা শুরুর আগে জগমোহন ডালমিয়া এবং শ্রীনিবাসন-এর এক প্রস্থ বৈঠক হয়।

তখন থেকেই জল্পনার তুঙ্গে উঠে আসে ডালমিয়ার নাম। ডালমিয়া সেপ্টেম্বর মাস পর্যন্ত  সভাপতির দায়িত্ব সামলাবেন।

বাংলাদেশ সময়:  ২১৩১ ঘণ্টা, জুন ০২, ২০১৩  
ভাস্কর/ সম্পাদনা: সুকুমার সরকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।