কলকাতা: রোববার থেকে নেপালে শুরু হয়েছে তিন দিনের ভারত-নেপাল স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে।
ভারতের স্বরাষ্ট্র সচিব আর কে সিং -এর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল নেপালের স্বরাষ্ট্র সচিব নবীন কুমার ঘিমিরে-এর সাথে বৈঠক করছেন। এ বৈঠকে ভারতের পক্ষ থেকে নেপালের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতির ক্ষেত্রে ভারতের সাহায্য নিয়ে আলোচনা করা হবে।
নেপালের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বিষয়টি এই বৈঠকে সব থেকে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারত নেপাল-এর খোলা সীমান্ত ব্যবহার করে। বৈঠকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সাথে সাথে সন্ত্রাসবাদী কার্যকলাপ, অস্ত্র চোরাচালান, মাদক দ্রব্যের পাচার জাল টাকার চোরাচালান এবং মহিলা ও শিশু পাচারের মত বিষয়গুলি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা বিষয় এবং সীমান্তে বেআইনি কাজ কর্ম বন্ধে দুই দেশ এক সঙ্গে কাজ করতে চায়। এই বৈঠকে ভারতে নেপাল পুলিশের প্রশিক্ষণ ও নেপাল পুলিশ একাডেমী গড়ার বিষয় চুক্তি সই হতে পারে বলে সূত্রের খবর।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুন ০২, ২০১৩
ভাস্কর/ সম্পাদনা: এসএস