নয়াদিল্লি: মহারাষ্ট্রের খরা কাটাতে বৃষ্টির জন্য কাতর প্রার্থনা করলেন বিগ-বি অমিতাভ বচ্চন। রোববার সোস্যাল নেটওয়ার্ক সাইটে নিজের ব্লগে তিনি এই প্রার্থনা করেছেন।
অমিতাভ সেখানে বলেছেন, ঋতুচক্রের নিয়ম মেনে বর্ষা ইতোমধ্যেই কেরল এবং লাক্ষ্যাদ্বীপে এসে পড়েছে। সেই নিয়ম মেনে মুম্বাইসহ গোটা মহারাষ্ট্রে বর্ষা তার রোমাঞ্চকর চেহারা নিয়ে আছড়ে পড়ুক। বর্ষার আগমণের উপর নির্ভর করে রয়েছে ভারতের ফসল উৎপাদন এবং তাকে ঘিরে বিশাল কর্মকাণ্ড।
মহারাষ্ট্র জুড়ে বর্ষা নামলে তিনি সত্যিই খুশি হবেন তাও বলেছেন ব্লগে। সত্তর বছরের এই বলিউড তারকা মনে করেন, বৃষ্টির জন্য খরা বিধ্বস্ত মহারাষ্ট্র এখন চাতক পাখি।
বৃষ্টি নামলে তাপমাত্রা কমবে। পানির সংকট মিটবে। সর্বোপরি স্বস্তি মিলবে গোটা মহারাষ্ট্রের। তবে এমন বর্ষা তিনি চান না যা ভাসিয়ে দেবে শহর মুম্বাইকে। সেটা হলে আবার অন্য বিপত্তি।
অমিতাভ বলেছেন, বৃষ্টির বিধ্বংসী রূপ মোটেও সুখকর নয়। ফুটপাত চলে যায় পানির তলায়। রাস্তা হয়ে পড়ে জলমগ্ন। প্লাবিত হয় নিম্ন এলাকা। বহু ঘরবাড়ি ধসে পড়ে। প্রচুর মানুষ তখন আশ্রয়হীন হয়ে পড়েন। তাই বর্ষার এই রূপ আমি দেখতে চাই না।
বাংলাদেশ সময় : ১২১৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৩
এস পি/ সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর