কলকাতা: ভোটারদের আস্থা ফিরে পেতে এবার পঞ্চায়েত নির্বাচনে সারা পশ্চিমবঙ্গ রাজ্যে ৬০ শতাংশ নতুন মুখ নিয়ে আসছে সিপিএম। অস্বচ্ছ ভাবমূর্তির কমরেডদের এবার তারা প্রার্থী করবে না।
সোমবার পূর্ব মেদিনীপুরে সি পি এমের জেলা পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। তিনি বলেন, এবার পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে ৬০ শতাংশ নতুন প্রার্থী করা হয়েছে।
পূর্ব মেদিনীপুরে সেই সংখ্যাটা আরও বেশি। তার মানে এই নয়, যাঁদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাঁরা অস্বচ্ছ ভাবমূর্তির। তাঁদের অনেকেই তিনবার ভোটে লড়েছেন সেই কারণে তাঁদের জায়গায় অন্যদের নিয়ে আসা হয়েছে।
এবার পূর্ব মেদিনীপুর জেলায় দলের নিরঞ্জন সিহি বা শক্তি বেরা প্রার্থী হচ্ছেন না। নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার হচ্ছে। এজন্য শুদ্ধিকরণের দরকার হয় না।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই জেলায় সংগঠন দেখভালের দায়িত্বে রয়েছেন রবীনকুমার। তিনি পঞ্চায়েতে প্রার্থী বাছাই থেকে শুরু করে ভোট সংক্রান্ত অন্যান্য বিষয়গুলিও দেখছেন।
এদিন সাংবাদিক বৈঠক করার আগে তিনি জেলা সম্পাদকমণ্ডলীর সঙ্গে বৈঠক করেন। তবে তারা বেশ কিছু জায়গায় প্রার্থী ঠিক করলেও, নন্দীগ্রাম বা খেজুরিতে সব আসনে লড়বে কিনা তা নিয়ে এদিনের বৈঠকেও কিছু ঠিক হয়নি। ওই দুই জায়গায় সি পি এম প্রার্থীই খুঁজে পাচ্ছে না। দলের অনেককেই তারা রাজি করাতে পারছে না।
বাংলাদেশ সময় : ১১০২ ঘণ্টা, জুন ০৩, ২০১৩
এস বি/ সম্পাদনা: এসএস