নয়াদিল্লি: হারিয়ে যেতে বসেছে মাউন্ট এভারেস্টের তুষার আচ্ছাদন। উষ্ণায়নের থাবায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ তার সৌন্দর্য হারাতে বসেছে।
এক গবেষণায় দেখা যায়, ৫০ বছরে বৈশ্বিক উষ্ণায়নের কারণে ১৩ শতাংশ সঙ্কুচিত হয়ে গিয়েছে এভারেস্টের হিমবাহ। এক বর্গ কিলোমিটার থেকে ছোট হিমাবাহগুলি অতি দ্রুত গলে যাচ্ছে। ১৯৬০ সালের পর থেকে এই প্রবণতা বেড়েছে।
হিমবাহগুলির জায়গা দখল করছে বরফ। এতদিন মোটা হিমবাহের তলায় ঢাকা পড়ে থাকা পাথর বেরিয়ে এসেছে। ছোট বরফ তাদের ঢেকে রাখতে পারছে না। গবেষণায় প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ১৯৬০ সালের পর থেকে পাথরের স্তূপ বেরিয়ে পড়েছে প্রায় ১৭ শতাংশ।
বৈশ্বিক উষ্ণতার কারণে শুধু মাউন্ট এভারেস্ট নয়, হিমালয় সংলগ্ন অঞ্চলের তাপমাত্রাও অত্যধিক বেড়ে গিয়েছে। ফল হিসেবে ১৯৯০ সালের পর থেকে তুষারপাতের মাত্রা উল্লেখযোগ্য হারে কমতে থাকে।
গবেষণাকারীদের সন্দেহ, এভারেস্ট সংলগ্ন এলাকায় তুষারের পরিমাণ কমে যাওয়ার কারণ হল গ্রিনহাউস গ্যাস। যা তাপমাত্রাকে উত্তপ্ত করে তুলছে। আরও আশঙ্কার বিষয় হল, এভারেস্টের তাপমাত্রা বেড়ে গিয়েছে ০.৬ ডিগ্রি সেলসিয়াস।
গবেষণাকারীরা আশঙ্কা করছেন, এ প্রবণতা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে সংকটে পড়বে এশিয়ার একটি বিরাট অংশ। কৃষি, পানি এবং জলবিদ্যুৎ উৎপাদন সবই নির্ভর করে হিমালয় থেকে উৎপন্ন হওয়া নদীগুলোর ওপর। গ্রীষ্মে এসব অঞ্চলে পানির জোগান দেয় নদীগুলো। যা আসে মূলত হিমবাহ থেকে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ০৩, ২০১৩
ভিএস/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর