ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গ্যাপ-ওয়ালমার্টকে দুষলেন মার্কিন কংগ্রেসম্যান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জুন ৩, ২০১৩
গ্যাপ-ওয়ালমার্টকে দুষলেন মার্কিন কংগ্রেসম্যান

ঢাকা: রানা প্লাজার দুর্ঘটনার পর ওয়ালমার্ট ও গ্যাপের মতো বৃহৎ মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর আচরণ যথাযথ নয় বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য এবং শ্রম ও গৃহশিক্ষা কমিটির সিনিয়র ডেমোক্র্যাট জর্জ মিলার।

গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর বাংলাদেশ সফর করেন তিনি।

দেশের পোশাক খাত পরিদর্শন শেষে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ফিরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

রানা প্লাজা দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশই দায়ী উল্লেখ করে জর্জ মিলার বলেন, আমেরিকান কোম্পানিগুলো শুধু একে উপেক্ষাই করেনি, তারা সর্বোচ্চ মুনাফার জন্য কারখানাগুলোকে আরো প্ররোচিত করেছে।

কোম্পানিগুলোর জন্যই দীর্ঘদিন ধরে দাম কমানোর এই প্রতিযোগিতা চলে আসছে বলে মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দায়ী বলে উল্লেখ করে মিলার জানান, পশ্চিমা কোম্পানিগুলোকে আকৃষ্ট করার জন্য তারাও শ্রমিকদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

পশ্চিমা খুচরা বিক্রেতাদের প্রতি মিলার বলেন, “এটা পরিষ্কার যে, আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে লেবেলে (পোশাক) রক্তের দাগ থাকবে কি না। ”

তিনি সরকারকে কঠোর শ্রম নিরাপত্তা আইন প্রণয়ন এবং বাংলাদেশে কাজ করা খুচরা বিক্রেতাদের শ্রমিক নিরাপত্তা চুক্তিতে সই করার আহবান জানান। এর জন্য এখনই উৎকৃষ্ট সময় বলেও অভিমত প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, গত এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে এক হাজারেরও (প্রকৃত সংখ্যা ১১২৯) বেশি শ্রমিক নিহত হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভবনের ধ্বংস্তূপে বিভিন্ন আন্তর্জাতিক খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডের পোশাকের লেবেল পাওয়া যায়। বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের চাপে বাংলাদেশের পোশাক খাতের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপিয়ান প্রতিষ্ঠানগুলো একটি চুক্তিতে সই করলেও অধিকাংশ মার্কিন কোম্পানি এ চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছে।

এ বিষয়ক বিভিন্ন বিতর্কে ভোক্তাদের করণীয় কি এ বিষয়টি উঠে এলেও মিলার জানান, পোশাক কোথায় তৈরি হয়েছে তা জানা ভোক্তাদের জন্য কঠিন। তিনি বিভিন্ন ব্র্যান্ড ও তাদের ঠিকাদারকদেরই এর দায়িত্ব নিতে বলেন।

রানা প্লাজার দুর্ঘটনার পর গ্যাপ ও ওয়ালমার্ট বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়ায়নি। এমনকি ইউরোপের কোম্পানিগুলো এগিয়ে আসলেও তারা এ উদ্যোগে যুক্ত হয়নি। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে তাদের সমালোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/আরআর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।