কলকাতা : সদ্য প্রয়াত লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের পত্নী হাসনে আরা সিরাজও এবার চলে গেলেন। রোববার ভোরে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
কোমরের হাড় ভেঙে বেশ কিছুদিন হাসপতালে ভর্তি ছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি রেখে গিয়েছেন দুই পুত্র ও দুই কন্যাকে। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষে মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খান।
গত সেপ্টেম্বরেই প্রয়াত হয়েছেন সিরাজ। সোমবার ভোর পাঁচটায় কলকাতার পিস হাভেন থেকে সিরাজ-জায়ার দেহ নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদের খোশবাসপুরের বাড়িতে। সেখানে স্বামীর সমাধির পাশেই তাঁকে সমাধিস্থ করা হচ্ছে।
খ্যাতনামা লেখকের স্ত্রী হয়েও নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন হাসনে আরা। কলেজ জীবন থেকেই আগ্রহী ছিলেন সাহিত্যে। যুক্ত ছিলেন নারী জাগরণ সমিতি ও মৃত্তিকা নামে নারী সংগঠনের সঙ্গে।
‘লাল শিমুলের দিন’ নামে একটি কাব্যগ্রস্থও প্রকাশিত হয়েছে তাঁর। নৃত্য ও নাটকেও যুক্ত ছিলেন তিনি। তাঁর দুই পুত্র অভিজিত ও অমিতাভ সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
বাংলাদেশ সময় : ১৬১৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৩
এসবি/সম্পাদনা: এসএস