ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় দশ স্কুল ছাত্র-ছাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জুন ৩, ২০১৩
আফগানিস্তানে বোমা হামলায় দশ স্কুল ছাত্র-ছাত্রী নিহত

ঢাকা: আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে দশজন স্কুলছাত্র-ছাত্রী ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছে।



দেশটির পূর্বাঞ্চলে পাকশিয়া প্রদেশের একটি বাজারে হামলায় এই নিহতের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোন মার্কিন সেনা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

পাকশিয়া প্রদেশের পুলিশ প্রধান জে. জালমিয়া ওরিখাইল জানান, আমেরিকান বাহিনী সামকানি বাজারের সামনে দিয়ে যাওয়ার সময় সোমবার দুপুরে মোটরবাইকে করে বোমা হামলা চালানো হয়। হামলার কিছুক্ষণ আগেই বাজার সংলগ্ন একটি স্কুল দুপুরের খাবারের জন্য বিরতি দেয়। ফলে ছাত্রছাত্রীরাই বেশি হতাহত হয়।

তাছাড়া আরো ১৫ জন ছাত্র-ছাত্রীদের আহতের খবরও তিনি নিশ্চিত করেছেন। তবে হতাহত ছাত্র-ছাত্রীদের বয়স জানাননি তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ৩, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।