ঢাকা: চীনে পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১৯ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, সোমবার জিলিন প্রদেশের দিহুই এলাকার একটি মুরগি প্রক্রিয়াজাতকরণ খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই নিহতের ঘটনা ঘটে।
নিহতদের অধিকাংশই খামারে কর্মরত শ্রমিক। দমকল বাহিনীর কয়েকঘণ্টা চেষ্টার ফলে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। কারখানা থেকে এখন মৃতদেহ বের নিয়ে নিয়ে আসা হচ্ছে।
খবরে বলা হয়, সোমবার সকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটার পর কারখানাটিতে আগুন লাগে।
আগুন লাগার কারণ হিসেবে প্রদেশটির দমকল বিভাগ জানায় রাসায়নিক পদার্থ অ্যামোনিয়া ‘লিক’ হয়ে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি। তবে আরেকটি সূত্র বলছে ইলেকট্রনিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা।
অগ্নিকাণ্ডের সময় প্রায় ১শ লোক কোনমতে কারখানাটি থেকে বের হতে সক্ষম হয়। সিনহুয়া জানায় কারাখানাটির জটিল অভ্যন্তরীণ কাঠামো এবং সংকীর্ণ বহির্গমনের পথের কারণেই এই প্রাণহানি। আহত শতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ উঠেছে অগ্নিকাণ্ডের সময় কারখানাটির সামনের গেইটটি বন্ধ করে দেওয়া হয়।
২০০৯ সালে নির্মিত এই কারখানাটি প্রক্রিয়াজাত মুরগি উৎপাদনে চীনে অন্যতম। কারখানাটিতে প্রায় ১২ শতাধিক লোক কর্মরত ছিল।
২০০০ সালের পর এটিই চীনের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ১৩ বছর আগে দেশটির হেনান প্রদেশে ড্যান্স হলের ওই অগ্নিকাণ্ডে ৩০৯ জন নিহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ৩, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর