কলকাতা : আইপিএল ম্যাচে স্পট ফিক্সিং কাণ্ডে অবশেষে জামিন পেলেন গুরুনাথ মায়াপ্পান এবং বিন্দু দারা সিং৷
মঙ্গলবার মুম্বাইয়ের একটি আদালত এই দু`জনের জামিন মঞ্জুর করেছে৷ তবে দু`জনই এখন দেশ ছাড়তে পারবেন না৷ পুলিশের কাছে জমা রাখতে হবে পাসপোর্ট৷ এ ছাড়াও মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের দফতরে তাঁদের সন্তাহে দু`দিন করে হাজিরা দিতে হবে৷
ধৃতদের আইনজীবীরা জানিয়েছেন, মঙ্গলবারই তাঁদের মক্কেলরা জেল থেকে মুক্তি পাবেন৷ গত ২৪ মে মায়াপ্পানকে গ্রেফতার করা হয়েছিল৷ তার আগেই পুলিশের জালে ধরা পড়েন বিন্দু।
বাংলাদেশ সময় : ১৪৩৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৩
সম্পাদনা: এসএস
আন্তর্জাতিক
আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জামিন পেলেন মায়াপ্পান ও বিন্দু
স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।