নয়াদিল্লি : মহারাষ্ট্রে সংখ্যালঘুদের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিল চৌহান সরকার। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিষয়কমন্ত্রী মুহম্মদ আরিফ নসিম খান বলেন, এখন থেকে সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি সার্টিফিকেট অর্জন করা যাবে।
মহারাষ্ট্র সরকার ঔরঙ্গাবাদে একটি হজ হাউস নির্মাণের জন্য ১৯ কোটি টাকা মঞ্জুর করেছে। এ ছাড়া এবার থেকে সংখ্যালঘু শিক্ষার্থীদের সিভিল সার্ভিস, এমপিএসসি, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তা ছাড়া রাজ্যের সংখ্যালঘু জনবসতিগুলির উন্নয়নের জন্য বিশেষ ফান্ড বরাদ্দ হবে বলেও জানান সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী।
বস্তুত, মহারাষ্ট্রে সংখ্যালঘু চিহ্নিতকরণের কাগজপত্র ঠিক মতো পাওয়া গেলেও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সার্টিফিকেট পেতে অনেক হয়রানি পোহাতে হত। রাজ্য সরকারের অনলাইন সুবিধার ফলে এই সমস্যা দূর হতে চলেছে সংখ্যালঘুদের।
বাংলাদেশ সময় : ১৫৩৯ ঘন্টা, জুন ০৪, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস