ঢাকা: মালয়েশিয়ার ১৩তম সাধারণ নির্বাচনে বাংলাদেশি প্রবাসীদের বিরুদ্ধে ‘জাল ভোট’ দেওয়ার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলেছেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ.কে.এম. আতিকুর রহমান জানান, ৫ মে মালয়েশিয়ার নির্বাচনে বাংলাদেশিরা ভোট দিয়েছে-এমন কোনো তথ্য তাদের কাছে নেই।
কিছু স্বার্থানেষী মহল এ অপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। আর নির্বাচনের এক সপ্তাহ আগে মালয়েশিয়ায় ৪০ হাজার বাংলাদেশি প্রবেশ করার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আতিকুর রহমান।
একে ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশিদের ভুয়া ভোটার হিসেবে উপস্থাপন করা তাদেরকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের নেতিবাচক চিত্র তুলে ধরা হয়েছে। ”
মালয়েশিয়ার বর্তমানে পাঁচ লাখ বাংলাদেশি রয়েছে বলে জানান আতিকুর রহমান। তিনি বলেন, “১০০ জনের বাংলাদেশি মালয়েশিয়ার নাগরিকত্ব পেয়েছেন যারা কয়েক দশক ধরে এখানে বাস করছে। ”
নির্বাচনে পরাজিত আনোয়ার ইব্রাহিম ত্রিদলীয় জোট পাকাতান রাকইয়াতের নেতা ও সমর্থকরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অভিযোগ করে, বাংলাদেশিরাসহ হাজার হাজার বিদেশি নাগরিক ভোট দিয়েছে।
৫ মের নির্বাচনে মালয়েশিয়ার ক্ষমতাসীন দল জোট ন্যাশনাল ফ্রন্ট (এনএফ) জয় পায়। মালয়েশিয়ার নির্বাচন কমিশন জানায়, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ন্যাশনাল ফ্রন্ট ২২২ আসন বিশিষ্ট পার্লামেন্টের ১৩৩ আসনে জয় পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন ত্রিদলীয় জোট পায় ৮৯ টি আসন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com