ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে আসছে পানিবিহীন শৌচাগার

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, জুন ৪, ২০১৩
ভারতে আসছে পানিবিহীন শৌচাগার

নয়াদিল্লি: আগামী বছরের মার্চেই আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হবে ভারতীয় শৌচাগারে। ভারতের নিষ্কাশন প্রক্রিয়াকে দূষণমুক্ত করতে তৈরি হচ্ছে পানিবিহীন এক অভিনব শৌচাগার।



দীর্ঘদিন ধরে অবহেলিত দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এগিয়ে এসেছেন বিশ্বের সেরা ধনী ব্যক্তি বিল গেটস স্বয়ং। ইতোমধ্যেই এমন বেশ কয়েকটি শৌচাগারের ডিজাইন বানিয়েছে ‘দ্য বিল অ্যান্ড মোলিন্দা গেটস ফাউন্ডেশন’।

দেশের ঘিঞ্জি শহরগুলিতে যত্রতত্র গড়ে ওঠা ঝুপড়িতে তৈরি হবে এই ‘ফ্লাশলেস টয়লেট’। বস্তি এলাকায় পয়ঃপ্রণালীর করুণ অবস্থার জন্য মল-মূত্র থেকে রোগ ছড়ায়। পানিবাহিত রোগে আক্রান্ত হন বস্তিবাসী। ব্যাপারটি নিয়ে চিন্তিত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।

তার কথায়, “ভারতের প্রধান খামতি বস্তিতে পরিষ্কার শৌচাগার, স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষার অভাব রয়েছে। ”

নতুন প্রযুক্তির এই পানি ছাড়া শৌচাগার পানি সংরক্ষণের পাশাপাশি কলেরা, পোলিওর মতো পানিবাহিত রোগ থেকেও মুক্তি দেবে বলে বিল গেটস জানিয়েছেন।

বাংলাদেশ  সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১৩
এসবি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।