ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মাওবাদ-বিরোধী কঠোর অবস্থানে ইউপিএ সরকার

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, জুন ৪, ২০১৩
মাওবাদ-বিরোধী কঠোর অবস্থানে ইউপিএ সরকার

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে ইউপিএ’র সমম্বয় সমিতির দেড়ঘণ্টার বৈঠকে ছত্তিশগড়ে মাওবাদী হামলা নিয়ে আলোচনা হয়েছে।

মাওবাদীদের বিরুদ্ধে কঠোর অভিযান ফের শুরু করতে চাইছে ইউপিএ সরকার।

কিন্তু সেই অভিযান নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ৫ জুন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকা হয়েছে।

বৈঠক শেষে সংসদীয় মন্ত্রী কমলনাথ সাংবাদিকদের বলেন, “সম্প্রতি ছত্তিশগড়ের নকশাল হামলা নিয়ে আলোচনা হয়েছে। নকশাল দমনে নতুন রণনীতি চূড়ান্ত করতে একটি সর্বদল বৈঠক ডাকা হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে স্থির করা হবে সর্বদলীয় বৈঠকের সময়। ”

বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়া ইউপিএ’র উপস্থিত ছিলেন- সোনিয়া গান্ধী, রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল, পি চিদম্বরম, সুশীলকুমার শিন্ডে ও কমলনাথ। শরিকদের মধ্যে এনসিপি’র শারদ পাওয়ার, প্রফুল প্যাটেল, আরএলডি’র অজিত সিং, এনসি’র ফারুক আবদুল্লা এবং মুসলিম লিগের ই আহমেদ।

বৈঠকের শেষে সংসদীয় মন্ত্রী বলেন, “ছত্তিশগড়ের নকশাল হামলা কেবল রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হামলা নয়, এটা রাষ্ট্রের উপর আঘাত। তাই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে, দেশে এ নিয়ে রাজনৈতিক সর্বসম্মতির প্রয়োজন রয়েছে। ”

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ৪, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।