কলকাতাঃ স্বাক্ষর হোল ভারত-সিঙ্গাপুর যৌথ সামরিক প্রশিক্ষণ চুক্তি। সোমবার সিঙ্গাপুরে ভারতের তরফে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব রাধা কৃষ্ণ মাথুর এবং সিঙ্গাপুরের প্রতিরক্ষা সচিব চিয়াং চি ফাও এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এদিনই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি এবং সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রী নিং ইং হেন এর সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বিষয়ক আলোচনা হয়।
২০০৮ সালে প্রথম ভারত-সিঙ্গাপুর যৌথ সামরিক প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়। গতকাল আবার এই চুক্তি পাঁচ বছরের জন্য বাড়ানো হোল।
গত মার্চ মাসেই ভারত-সিঙ্গাপুর যৌথ সামরিক প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে। সেনাবাহিনী ছাড়াও নৌ এবং বিমান বাহিনীও আগামী দিনে যৌথ প্রশিক্ষণ করবে বলে জানা গেছে।
প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানা গেছে আগামী কয়েক দিনের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক পারস্পারিক সম্পর্ক উন্নতির জন্য থাইল্যান্ড সফর করবেন। এদিকে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী অস্ট্রেলিয়া পৌছেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৩
ভাস্কর/ সম্পাদনা: এসএস