ঢাকা: পাকিস্তানের সংসদ আনুষ্ঠানিকভাবে (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। বুধবার পার্লামেন্ট সদস্যদের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৬৩ বছর বয়সী নওয়াজ।
নির্বাচিত হয়ে সংসদে এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানান।
তিনি বলেন, আমরা (পাকিস্তান) অন্যের সার্বভৌমত্বে সম্মান করি। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বেও অন্যের শ্রদ্ধা করা উচিত।
তিনি ড্রোন হামলা বৈধ করার জন্য যুক্তরাষ্ট্র যে প্রচারাভিযান চালাচ্ছে তা বন্ধ করার জন্যও যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন।
তিনি জানান, সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পন্থা গণতন্ত্র। পাকিস্তানে ক্ষমতা নয়, নীতির রাজনীতি শুরু হয়েছে। পাকিস্তানের জনগণ তাঁর ওপর যে আস্থা রেখেছে, তা পূরণের অঙ্গীকার করেছেন তিনি।
১১ মে নির্বাচনে ৩৪২ সিটের মধ্যে ২৪৪ সিট পেয়ে তার দল পিএমএল-এন বিপুল ভোটে সরকার গঠন করে।
আজ আরো পরের দিকে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নওয়াজ শরীফকে শপথ বাক্য পাঠ করাবেন। দেশটিতে এই প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হচ্ছে।
১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা্চ্যুত হয়ে সৌদি আরবে নির্বাসনে যান নওয়াজ।
সংসদে দাঁড়িয়ে তিনি দেশটির পাহাড়সম ঋণ, দুর্নীতি, বেকারত্ব এবং দারিদ্রকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। তিনি অস্থির বেুলচিস্তান ও সিন্ধ প্রদেশে শান্তি ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন।
তবে তিনি কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের বিরোধের বিষয়ে কোন কথা বলেননি।
বিজনেস ‘টাইকুন’ নওয়াজ ১৩ বছর আগে স্বৈরশাসক পারভেজ মোশাররফ দ্বারা ক্ষমতাচ্যুত হয়ে বিচারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হন। তিনি পাকিস্তানের সবচেয়ে জনবহুল এবং সমৃদ্ধশালী ‘লায়ন অব পাঞ্জাব’ খ্যাত পাঞ্জাব রাজ্যে থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন।
এর আগে শরিফ ১৯৯০-১৯৯৯ এবং ১৯৯৭-১৯৯৯ দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ৫, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর