কলকাতা : শনিবার কলকাতার সল্টলেকে শুরু হতে চলেছে বেঙ্গল ওয়েব ফেয়ার ২০১৩। কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জানালেন ওয়েব ফেয়ারের সম্পাদক মানস ব্যানার্জী।
মানস ব্যানার্জী বলেন,‘ভারতের ৪০টি ওয়েব সাইট এই মেলায় অংশ গ্রহণ করছে। তবে সব থেকে আনন্দের বিষয় হলো এই প্রথমবার কোনো আর্ন্তজাতিক প্রতিনিধি হিসাবে বাংলাদেশের তরফ থেকে যোগ দিচ্ছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম’।
তিনি আরও জানান, বাংলাদেশের এই সাইটটি বিশ্বের শীর্ষ জনপ্রিয় সাইটগুলোর অন্যতম । তাই বাংলানিউজকে পেয়ে আমরা গর্বিত ও আপ্লুত।
প্রতিবেশী দেশ ও মেলার অতিথি অংশগ্রহণকারী হিসাবে আমরা বাংলানিউজকে আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি’।
ওয়েব ফেয়ার ছাড়াও এই মেলায় হাজির থাকবেন বিশিষ্ট চিত্রকররা। তাঁরা খোলা আকাশের নিচে রঙ-তুলি নিয়ে ক্যানভাসকে করে তুলবেন প্রাণবন্ত। এছাড়া থাকবে ফোটোগ্রাফি প্রতিযোগিতা।
বেঙ্গল ওয়েব ফেয়ার ২০১৩ এর উদ্বোধন করবেন প্রখ্যাত চিত্র পরিচালক তরুণ মজুমদার, সাংসদ ও অভিনেতা তাপস পাল, চিত্রপরিচালক হরনাথ চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী।
এই অনুষ্ঠানে বাংলানিউজটোয়েন্টিফোর-এর কলকাতা প্রতিনিধি ধণ্যবাদসূচক বক্তব্যে বলেন, গোটা বিশ্বে অন লাইন নিউজ সব থেকে দ্রুত পাঠকদের কাছে খবর পৌঁছে দেয়।
বিশ্বের প্রতিটি প্রান্তে বাঙালী বাংলানিউজকে তাদের সংবাদ মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন। একমাত্র বাংলানিউজ ভারতের খবরের জন্য একটি সম্পূর্ন আলাদা বিভাগ রয়েছে।
এপার বাংলায় ক্রমাগত পাঠকসংখ্যা বৃদ্ধির ফলে এখানকার বিজ্ঞাপনদাতারা উৎসাহ প্রকাশ করছেন। তিনি আশা প্রকাশ করেন বেঙ্গল ওয়েব ফেয়ার ২০১৩ সফল হবে।
প্রেসক্লাবে উপস্থিত ছিলেন সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায় ও দেবশ্রী রায় এবং বেঙ্গল ওয়েব ফেয়ার-এর সভাপতি আদিত্য মুখোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জুন ০৫,২০১৩
সম্পাদনা: এসএস