কলকাতা: ভারতের গুজরাট রাজ্যের উপ-নির্বাচনের ফল বুধবার ঘোষণা করা হয়েছে। এ উপ-নির্বাচনে লোকসভার ২টি ও বিধানসভার ৪টি আসন কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিলো বিজেপি।
গুজরাটের উপ-নির্বাচনে বানসকন্টা ও পোর বন্দর লোকসভা আসনে বিজেপি জয় লাভ করেছে।
আর বিধান সভার লিম্বাডি,জেটপুর,মোরিয়া হাডাফ ও দোরাজি আসনে বিজেপি বিপুল ভোটে জয় লাভ পেয়েছে।
এসব আসন আগে ছিল কংগ্রেসের দখলে। এর ফলে গুজরাটে আরও শক্ত হলো নরেন্দ্র মোদির হাত।
এই জয়ের মাধ্যমে গুজরাটে বিজেপি ১৮৩ টি বিধানসভা আসনের মধ্যে ১১৫টি আসন নিজেদের দখলে রাখল।
বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, জুন ০৬, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com