ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হাওড়া আসন ধরে রাখল তৃণমূল

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৬, জুন ৬, ২০১৩

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া লোকসভা উপ-নির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রাখল শাসকদল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে জয়ী হলেন-  তৃণমূল কংগ্রেসের প্রার্থী খ্যাতিমান ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়।



হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম)-এর প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যকে ২৭ হাজার ১৫ ভোটে (পোস্টাল ব্যালট গণনা ছাড়া) পরাজিত করেন।

তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪ লাখ ২৬ হাজার ২৭৩ ভোট, সিপিআই (এম) পেয়েছে ৩ লাখ ৯৯ হাজার ২৫৮ ভোট, কংগ্রেস পেয়েছে মাত্র ৯৬ হাজার ৭২৭ ভোট।

তবে গত বিধানসভা নির্বাচন খতিয়ে দেখলে এই নির্বাচনে বেশ কিছু ভোট কমেছে তৃণমূল কংগ্রেসের। অপর দিকে পরাজিত হলেও শক্তি বাড়িয়েছে সিপিআই(এম)

প্রসূন বন্দ্যোপাধ্যায় এই জয়কে মানুষের জয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই জয় মমতা বন্দোপাধ্যায়ের ওপর মানুষের আস্থার প্রতিফলন। ”


হাওড়ার তৃণমূল কংগ্রেসের সাংসদ অম্বিকা ব্যানার্জির মৃত্যুর ফলে হাওড়া লোকসভার আসনটি খালি হয়ে যায়। এই আসনে মোট ১৩ জন প্রার্থী লড়াইয়ে নেমেছিলেন।

এদের মধ্যে অন্যতম হলেন- তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবেক ফুটবল খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্টের প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য ও জাতীয় কংগ্রেস প্রার্থী আইনজীবী সনাতন মুখোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জুন ০৬, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।