ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অফিস স্থানান্তরে বেড়েছে ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, জুন ৬, ২০১৩

কলকাতা: কলকাতায় বাংলাদেশসহ অন্যান্য সার্কভুক্ত দেশগুলোর ভিসা নবায়ণ করা নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। এই সমস্যার কারণ কলকাতায় স্বরাষ্ট্র দপ্তরের অফিস পরিবর্তন।



মাস খানেক আগে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের খাদ্য ভবনে ছিল স্বরাষ্ট্র দপ্তরের অফিস। ওইখানেই যেতে হতো সার্কভুক্ত দেশের মানুষদের ভিসা নবায়ণ করতে ও বাংলাদেশ যেতে ইচ্ছুক ভারতীয়দের ভিসার জন্য। কিন্তু এই অফিস এখন মহাকরণে স্থানান্তরিত করা হয়েছে।

এই স্থানান্তরিত করার ফলেই শুরু হয়েছে স্থানাভাব। এই অফিসে এখনও চলছে পরিবহন দপ্তরের অফিস। যদিও পরিবহন দপ্তরের অফিস কলকাতার আরএন মুখার্জি রোডের নতুন বাড়িতে চলে যাবার কথা। কিন্তু সেই অফিস পুরোপুরি এখনও স্থানান্তরিত হয়ে ওঠেনি।

পরিবহন দপ্তরের অফিস স্থানান্তরিত করার মূল কারণ অফিস গুলোতে আরও বেশি জায়গার ব্যবস্থা করা। কিন্তু পুরোপুরি স্থানান্তরিত হবার আগেই স্বরাষ্ট্র দপ্তরের অফিসকে মহাকরণে নিয়ে আসার ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন দপ্তরের কর্মীরা। এর ফলে অনেক বেশি সময় লাগছে কাজ সমাপ্ত করতে।

মির্জা গালিব স্ট্রিট’র খাদ্য ভবনে স্বরাষ্ট্র দপ্তরের ছিল প্রায় ৫ হাজার বর্গ ফুটের বিরাট অফিস, আর এখন এই অফিসে মাত্র ৫০০ স্কয়ার ফিটের ব্যবহারযোগ্য জায়গা রয়েছে। অফিসের অলিন্দে রাখতে হয়েছে ২২টি আলমারি।

৪৫ জন কর্মচারীর পক্ষে সার্কভুক্ত দেশগুলো থেকে আসা গড়ে দৈনিক ২০০ মানুষকে পরিষেবা দিতে নাজেহাল অবস্থা। এর মধ্যে বেশিরভাগ বাংলাদেশের মানুষ। এদের কেউ এসেছেন কোনো জরুরি কাজে, কেউ এসেছেন তার অসুস্থ সন্তানকে চিকিৎসা করাতে। কিন্তু এই সমস্যার জন্য অনেক মানুষকেই ফিরে যেতে হচ্ছে।

দপ্তরের কর্মীদের কাছে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন।

বাংলাদেশ সময়:  ০৭২০ ঘণ্টা, জুন ০৬, ২০১৩
ভাস্কর/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।