ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভবন ধস, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৮, জুন ৬, ২০১৩
যুক্তরাষ্ট্রে ভবন ধস, নিহত ৬

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফিলাডেফিয়ায় একটি ভবন ধসে ৬জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালের দিকে ভবনটি ধসে পড়লে এক ডজনেরও বেশি মানুষ চাপা পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নুটার বলেন, “আমরা জানিনা, আসলে কতজন মানুষ ভবনটিতে ছিল। জোরেসোরে সন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে। ”

১৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের ৫ জনকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, মানুষের ওপর ভবনটি পড়েছে। লোকেরা চিৎকার চেঁচামেচি করে, রাস্তায় দৌঁড় দেয়। তারা ভবনের ভেতরে ছিল।

ধসে পড়া ভবন থেকে দুজনকে তিনি নিজে উদ্ধারও করেছেন। ধসের পরপরেই পথচারী ও নির্মাণ শ্রমিকরা ৪ থেকে ৫ জন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, জুন ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।