ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তথ্য আইনে মমতার সম্মতি

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, জুন ৬, ২০১৩
তথ্য আইনে মমতার সম্মতি

কলকাতা: রাজনৈতিক দলগুলিকে তথ্য কমিশনের আওতায় আনার ব্যাপারে কেন্দ্রীয় তথ্য কমিশনের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এর আগে কেন্দ্রীয় তথ্য কমিশনের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিল কংগ্রেস ও সিপিএম।



বুধবার সন্ধ্যায় মহাকরণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তিনটি রাজ্যে আমরা আছি। আর একটা রাজ্য থেকে প্রতিনিধি পেলেই তৃণমূল কংগ্রেস জাতীয় দল হিসেবে গণ্য হবে। তখন আমাদের কাছে কেউ কিছু জানতে না চাইলেও তথ্য কমিশনে গিয়ে সম্পত্তির হিসেব দিয়ে আসবো। ”

এ সময় নাম উল্লেখ না করে কংগ্রেস এবং সিপিএমকে কটাক্ষ করে মমতা বলেন, “আমাদের দলের যে অডিট হয়, প্যান কার্ড আছে, সে সম্পর্কে নির্বাচন কমিশনকে জানাতেই হয়। লুকোনোর কিছু নেই। যারা বিরোধিতা করছে, হতে পারে তারা অনেক কিছু লুকিয়ে নির্বাচন কমিশনকে তথ্য দেয়। ”

মমতা জানান, তার দল তৃণমূল কংগ্রেসে নিয়মিত অডিট হয়। এমনকি ‘জাগো বাংলা’ও নিয়মিত অডিটের আওতাধীন বলে জানান তিনি।

দলের তৃণমূল স্তরে যে তহবিল, তারও স্বচ্ছ হিসেব-নিকেশ আছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার রাজনৈতিক দলগুলিকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে বলে রায় দিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৩
এসবি/সম্পাদনা: তানিম কবির ও আসিফ ‍আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।