ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট হতে চান সুচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, জুন ৬, ২০১৩
মিয়ানমারের প্রেসিডেন্ট হতে চান সুচি

ঢাকা: মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করলেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।



সু চি বলেন, “আমি প্রেসিডেন্ট দৌড়ে অংশগ্রহণ করতে চাই। আমার অবস্থান এ ব্যাপারে স্পষ্ট। ”

তিনি আরো বলেন, “যদি বলি যে, আমি প্রেসিডেন্ট হতে চাই না, তা হলে তা হবে কপটতা এবং জনগণের সঙ্গে মিথ্যাচার। ”

মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় সু চি বহুদিন ধরে সামরিক সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন। এজন্য তাকে গৃহবন্দীও থাকতে হয় বহু বছর।

অন্যদিকে সামরিক বাহিনীর সমর্থিত বর্তমান প্রেসিডেন্ট থেন সেইন আড়াই বছর ধরে ক্ষমতায় থাকলেও মিয়ানমারের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৩
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।