নয়াদিল্লি: ক্রমশ কমছে যাত্রীবাহী গাড়ি বিক্রির সংখ্যা। সেই বাস্তবতাকে স্বীকার করে উৎপাদন ও বিক্রির সামঞ্জস্য রাখার জন্য চলতি মাসে ৮দিন বন্ধ থাকছে মারুতি-সুজুকির কারখানা।
শুক্রবার বন্ধ থাকছে মারুতি-সুজুকির গুরগাঁও এবং মানেসরের কারখানা।
এছাড়া আট তারিখ পূর্ব নির্ধারিত ছুটির জন্য বন্ধ থাকবে কারখানা। এরপর ষান্মাসিক দেখভাল কাজের জন্য ১৭-২২ জুন অবধি উভয় কারখানাতেই উৎপাদন বন্ধ থাকবে। সবমিলিয়ে চলতি মাসে আট দিন উৎপাদন বন্ধ রাখবে মারুতি-সুজুকি।
মে মাসে প্রায় ১৪ শতাংশ বিক্রি কমেছে মারুতি-সুজুকির। বর্তমানে গুরগাঁওয়ের এবং মানেসর কারখানা মিলিয়ে মোট বার্ষিক ১৫ লাখ গাড়ি তৈরির ক্ষমতা রয়েছে। প্রতিদিন পাঁচ হাজার গাড়ি তৈরি হয় উভয় কারখানাতেই।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
এসপি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস