ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিস্তিনের নতুন সরকারের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জুন ৭, ২০১৩
ফিলিস্তিনের নতুন সরকারের শপথ গ্রহণ

ঢাকা: ফিলিস্তিনের নতুন সরকার শপথ নিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন এ মন্ত্রীপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রামি হামদাল্লাহ।

নতুন সরকারের উদ্দেশ্যে আব্বাস বলেন, “এটি আমার সরকার এবং আপনাদের প্রতি আমার সকল বিশ্বাস ও সংরক্ষণের দায়িত্ব রইল। ”

২৪ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে নতন মন্ত্রীপরিষদ। এদের মধ্যে দুজন উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

হামদাল্লাহ সালাম ফায়েদের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সম্পর্ক ভালো না যাওয়ায় গত এপ্রিলে পদত্যাগ করেন ‍সালাম ফায়াদ। রোববার নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।