স্টকহোম: সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে। পুলিশ ও জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা জানান, বিস্ফোরণের কারণ বা কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে তারা কিছু বলতে পারছেন না। প্রথমটি বোমাটি বিস্ফোরিত হওয়ার পর ২০০ দূরে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
জরুরি বিভাগের মুখপাত্র বেঙট নরবার্গ বলেন, প্রথমে একটি গাড়িতে বিস্ফোরণে দুইজন সামান্য আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, দ্বিতীয় বিস্ফোরণের পর একজনের মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশের মুখমপাত্র পেট্রা সয়োলানডেরো বলেন, ‘বিস্ফোরণে ঘটনার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা আমি নিশ্চত করতে পারছি না। তবে আমি অস্বীকারও করতে পারছি না। ’ তবে তিনি বলেন, গ্যাস রাখার পাত্র থেকে বিস্ফোরণটি ঘটতে পারে।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০