ঢাকা: ভারতে এক মার্কিন নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে একটি মন্দির পরিদর্শন হোটেলে ফেরার পথে ওই নারী ধর্ষণের শিকার হন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ওই তিনজনকে গ্রেফতারের বিষটি বৃহস্পতিবার প্রকাশ করে।
পুলিশের সুপারিটেনডেন্ট বিনোদ কুমার ধাওয়ান জানান, গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ২০ এর কাছাকাছি।
তিনি আরও জানান, ধর্ষণের ঘটনার পর জব্দ করা ট্রাক থেকে পুলিশ প্রমাণ সংগ্রহ করেছে। আরও তথ্য ও প্রমাণের জন্য ট্রাকটি ল্যাবে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১টার দিকে ভারতের বরফে ঢাকা অন্যতম পর্যটন এলাকা মানালি থেকে ফিরছিলেন ওই নারী পর্যটক। ট্যাক্সি না পেয়ে তিনি একটি ট্রাকে চড়েন। ট্রাকচালক একটি নির্জন এলাকায় ট্রাক নিয়ে যান এবং ট্রাকে থাকা তিনজন মিলে তাকে ধর্ষণ করেন। অর্থসহ তার কাছে থাকা বিভিন্ন জিনিসও ছিনতাই করেন।
তদন্ত চলাকালে ওই নারী এক পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছেন।
ধাওয়ান জানান, তিনি (মার্কিন নারী) ধর্ষণকারী বা ওই ট্রাক সম্পর্কে বিশেষ কিছু বলতে না পারায় তদন্তে সময় লাগছে।
ভারতে সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। গত এপ্রিলে ঘানসরে ৩৫ বছরের এক ব্যক্তি ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে। শিশুটি পরে মারা যায়। এর দুই সপ্তাহ আগে দিল্লিতে ৫ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়।
গত ডিসেম্বরে দিল্লিতে একটি চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীকে গণধর্ষণ করার ঘটনাটি ছিল সবচেয়ে আলোচিত। ১৫ ডিসেম্বর রাতে ধর্ষণ করার পর মেয়েটি ও তার বন্ধকে বাস থেকে ফেলে দেওয়া হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মেয়েটি মারা যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন কারাগারে মারা গেছে।
ধর্ষণের এসব ঘটনা ভারতজুড়েই বিক্ষোভের সৃষ্টি করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অন গ্লোবাল রিলেশনের তথ্যানুসারে ভারতের অধিকাংশ নারীই পথে কিংবা যানবাহনে যৌন হয়রানির শিকার হয়।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম/শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর,