ঢাকা: ক্যান্সার আধুনিক সময়ের অসুখ বলেই আমাদের ধারণা। কিন্তু ফসিল, হাড় ও মমি থেকে জানা যাচ্ছে এটি হাজার বছরের প্রাচীন রোগ।
এক লাখ ২০ হাজার বছর আগের এক নিয়ানডারথাল প্রজাতির ফসিল গবেষণায় দেখা গেছে, ওই সময় তাদের যে ধরনের ক্যান্সার হত তা এই সময়েও মানুষের শরীরে হচ্ছে।
ক্রোয়েশিয়ার ক্রাপিনার একটি অগভীর গুহা থেকে সম্প্রতি নিয়ানডারথাল প্রজাতির প্রাণীর পাঁজর পাওয়া গেছে। এর হাড়ে টিউমারের চিহ্ন দেখতে পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের গবেষকরা জানান, এই আবিস্কার মানুষের হাড়ে টিউমারের অনেক প্রাচীন ইতিহাস উন্মোচন করেছে।
গবেষক দলের প্রধান ডেভিড ফ্রেয়ার বলেন, “মানব দেহের ফসিলে পাওয়া এটি সবচেয়ে প্রাচীন টিউমারের রেকর্ড। ”
নিয়ানডারথাল মানবের হাড়ের ওপর এই গবেষণা ‘পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স’ নামক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। এর থেকে মানব দেহে ক্যান্সারের জটিল ইতিহাস সম্পর্কে সূত্র পাওয়া যায়।
এর আগে হাড়ের ক্যান্সার চিহ্নিত করা হয়েছিল এক থেকে চার হাজার বছরের প্রাচীন দেহাবশেষ থেকে। মিশরে এই দেহাবশেষ পাওয়া গিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর