ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কর্মী হত্যার দায়ে আগরতলার গণদূত সম্পাদক গ্রেপ্তার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, জুন ৭, ২০১৩

আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায়  গণদূত পত্রিকার তিন কর্মী হত্যার ঘটনায় পত্রিকাটির সম্পাদক সুশীল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার ২১ দিনের মাথায় শুক্রবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে সুশীল চৌধুরীকে।



এর আগে খুনের ঘটনায় পত্রিকা অফিসের এক কর্মী নিয়তি ঘোষকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

তার জবানবন্দির পর সুশীল চৌধুরীকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, বেলা সোয়া একটার দিকে গণদূতের অফিস থেকে পশ্চিম থানার পুলিশ তাকে আটক করে। প্রথমে প্রায় এক ঘণ্টা আগরতলার ডিএসপি অফিসে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বেলা আড়াইটার দিকে তাকে পুলিশ নিয়ে যায় আই জি এম হাসপাতালে। সেখানে তার মেডিক্যাল চেকআপ করা হয়। পরে আবার সুশীল চৌধুরীকে থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, সুশীল চৌধুরী গণদূত পত্রিকার মালিক এবং সম্পাদক। গত ১৯ মে তার পত্রিকা অফিসে হামলা চালায় আজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। ওই সময়

নিহত হন গাড়ির চালক বলরাম ঘোষ, প্রুফ রিডার সুজিত ভট্টাচার্য এবং ম্যানেজার রঞ্জিত চৌধুরী।
এদিকে ঘটনার পর গণদূত পত্রিকার সম্পাদক সুশীল চৌধুরী নিহত তিনজনের পরিবারকে এক লক্ষ টাকা করে সহায়তা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
তন্ময়/সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর, এসএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।