ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে মুসলিম মহিলাদের জন্য নয়া কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, জুন ৭, ২০১৩

নয়াদিল্লি: রাজ্যের মুসলিম মহিলাদের সামনের সারিতে নিয়ে আসতে এক নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে মহারাষ্ট্র সরকার। মুসলিম মহিলাদের অনগ্রসরতা দূর করতে ‘মুসলিম ওমেন্স পলিসি তৈরির উদ্যোগ নিয়েছে চৌহান সরকার।



 মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী ফৌজিয়া খান। সাচার কমিটি ও রঙ্গনাথ মিশ্র কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফৌজিয়া খান বলেন, এই পলিসির মাধ্যমে মুসলিম মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য, পেনশন, কর্মসংস্থান সংক্রান্ত সরকারি ও বেসরকারি প্রকল্পগুলির অসুবিধা দূর করা হবে।

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।