ঢাকা: বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি কামরান রহমান আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যদের ২০১৩ সালের বার্ষিক সম্মেলনে মালিকপক্ষের সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
আইএলও’র একটি প্র্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কামরান রহমান বলেন, “আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) ১০২তম সভায় নিয়োগদাতা পক্ষের সহসভাপতি নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। ”
কামরান রহমান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিয়োগদাতা পক্ষের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আইএলসির আরো দুই সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের ইউলোজিয়া ফামিলিয়া ও লিথুয়ানিয়ার রাইতিস পাউলাউসকাস। ফামিলিয়া শ্রমিকদের ও পাউলাউসকাস সরকার পক্ষের প্রতিনিধিত্ব করবেন।
সম্মেলনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জর্ডানের শ্রম ও পরিবহনমন্ত্রী নিদাল কাতামাইন।
এদিকে, আইএলও জানিয়েছে, জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় জেনেভা ৫ জুন থেকে ২০ পর্যন্ত আইএলসি চলবে। এতে জাতিসংঘের শ্রম সংক্রান্ত শাখা আইএলওর ১৮৫টি সদস্য দেশের সরকার, মালিক ও শ্রমিকদের পাঁচ হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন।
এ সম্মেলনকে ‘শ্রমিকদের পার্লামেন্ট’ হিসেবে মনে করা হয়। সম্মেলনে আন্তর্জাতিক শ্রমমান নির্ধারিত ও গৃহীত হয়। এটি সামাজিক ও কর্মসংক্রান্ত ইস্যুগুলো আলোচনার একটি আন্তর্জাতিক ফোরাম।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর