ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া: ‘রেকর্ড’ সাহায্যের আবেদন জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, জুন ৭, ২০১৩
সিরিয়া: ‘রেকর্ড’ সাহায্যের আবেদন জাতিসংঘের

ঢাকা: ৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের মানবিক সাহায্যের আবেদন করেছে জাতিসংঘ। ১৯৪৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠার পর এটি সবচেয়ে বড় সাহায্যের আবেদন।



সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে আর্ত-পীড়িতদের সাহায্য করার জন্য এই আবেদন করেছে জাতিসংঘ।

শুক্রবার জেনেভায় আন্তর্জাতিক এক সম্মেলনে এই আবেদন করা হয়। এর আগে ৩ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জাতিসংঘ ধারণা করলেও দেশটিতে চলমান অস্থিতিশীলতা অর্থের পরিমানকে বাড়িয়ে দিয়েছে।

জাতিসংঘ বলছে এই বছরান্তে সিরিয়ার প্রায় অর্ধেক জনগোষ্ঠীর জন্য (১ কোটি) সাহায্যের প্রয়োজন হবে। তাই এই বিশাল অংশের জনগোষ্ঠীর জন্য সাহায্যের পরিমাণটা বড় আকারের হবে।

শিশু শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে করে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফ। সংস্থাটি সিরিয়ার প্রায় ৪০ লক্ষ শিশুর জন্য জরুরী ভিত্তিতে সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে।  

বিপুল পরিমান এই অর্থ সংগ্রহ করা কঠিন হবে বলেও স্বীকার করেছে জাতিসংঘ কর্মকর্তারা। তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের মুখপাত্র আড্রিয়ান এডওয়ার্ড জানান, সাহায্যের পরিমাণই বলে দিচ্ছে সিরিযার অবস্থা কতটা ভয়াবহ। এই অর্থ থেকে ৩.৮ বিলিয়ন ডলার ব্যয় করা হবে শরণার্থীদের সাহায্যার্থে।

তাছাড়া সিরিয়ায় প্রতিবেশী দেশগুলো এই টাকার একটা অংশ পাবে। কারণ তারা সিরিয়ার শরণার্থীদের সাহায্য করে যাচ্ছে।

২০১১ সালের মার্চে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯৪ হাজারের অধিক লোক মারা গেছে। এছাড়া ১৬ লক্ষ লোক সিরিয়া ছেড়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ৭, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।