ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার শান্তা মনিকা শহরের একটি বাড়িতে গুলির ঘটনা শুরু হয়ে শেষ হয়ে একটি কলেজের ক্যাম্পাসে।
পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীকে গুলি করেছে তারা। বন্দুকধারী বাড়িতে দুজনকে গুলি করে মেরে ফেলে এবং সান্তা মনিকা কলেজ ক্যাম্পাসে আসার সময় আরও চারজনকে গুলি করেন।
লস এঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দুই নিহত ব্যক্তি হামলাকারীর বাবা ও ভাই।
শুক্রবার দুপুরের ঠিক আগে এ হত্যাকাণ্ড ঘটার সময় ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী পরনে ছিল কালো পোশাক এবং একটি গোলাবারুদের বেল্ট এবং গুলি প্রতিরোধক জ্যাকেট। বাড়িটি গুলির পরপরেই আগুন ধরে যায়।
তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি।
প্রতিবেশি জেরি রাথনার বলেন, তিনি তার বারান্দা থেকে গুলি করার দৃশ্য দেখেছেন।
জানা গেছে, বাড়িতে গুলি চালানোর পর রাস্তায় গিয়ে একজন গাড়িচালকের দিকে বন্দুক তাক করে তাকে অন্য স্থানে নিয়ে যেতে বলেন। চলন্ত অবস্থায় গাড়ি থেকে বেশ কয়েকটি গাড়িতে গুলি করেন তিনি। এক নারীর দিকে বন্দুক উঁচিয়ে তাকে ধীর গতিতে গাড়ি চালানোর নির্দেশ দেন।
রাথনার জানান, গাড়ির ভেতর থেকে তিন থেকে চারটি গুলির শব্দ শোনা গেছে।
সবশেষ এ গুলির ঘটনাসহ গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে তিনটি গুলির ঘটনা ঘটে। গত ১২ মে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরে মা দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় গুলিবর্ষণের ঘটনায় দুই শিশুসহ ১৯ জন আহত হয়। এর আগে ফেব্রুয়ারি মাসে নিউ অরলিয়েন্সের ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকার একটি নাইট ক্লাবের বাইরে এক অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় চারজন আহত হয়। এ ছাড়া গত ডিসেম্বরে কানেটিকাটে একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ২০ শিশুসহ ২৮ জন নিহত হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জুন ০৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com