ঢাকা: রানা প্লাজা ধসে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ব্রিটিশ খুচরা বিক্রেতা কোম্পানি প্রাইমার্ক।
আগামী সপ্তাহ থেকে চার হাজার শ্রমিক বা তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ অর্থ দেওয়া শুরু করবে প্রাইমার্ক।
অ্যাসোসিয়েটেড ব্রিটিশ (এবি) ফুডসের মালিক প্রতিষ্ঠান প্রাইমার্ক দুর্ঘটনার শিকারদের স্বল্প মেয়াদি সহায়তার অংশ হিসেবে ১০ লাখ মার্কিন ডলার খরচ করবে। এবি ফুডসের প্রধান কর্মকর্তা পল লিস্টার বলেন, “স্পষ্টতভাবে প্রকৃত দুর্ভোগ রয়েছে, স্বল্প মেয়াদি দুর্ভোগ রয়েছে যা আমরা প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দিয়ে মোকাবিলা করার চেষ্টা করছি। ”
স্বল্প মেয়াদি এ ক্ষতিপূরণ দেওয়ার অংশ হিসেব একজন শ্রমিককে তার তিন মাসের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে। দীর্ঘ মেয়াদি ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান লিস্টার।
লিস্টার জানান, ভুক্তভোগীদের দীর্ঘ মেয়াদি সহায়তা দিতে তাদের কত সময় লাগবে তা তারা জানেন না। তিনি বলেন, “এটি আলোচনার বিষয়, যা সময় লাগবে। ইতিহাস বলে, অনেক সময় লাগবে। তবে অতীতের মতো বেশি সময় লাগবে না বলে আশাবাদী আমরা। এমনটি যেন না হয় তা নিশ্চিত করতে আমরা প্রকৃতপক্ষে চেষ্টা চালাচ্ছি। ”
রানা প্লাজার পোশাক শ্রমিকদের মাত্র ১০ শতাংশ প্রাইমার্কের জন্য কাজ করত। কিন্তু সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ কোম্পানিটি। দালালদের খপ্পরে যে ভুক্তভোগীদের পড়তে না হয় সেজন্য প্রাইমার্ক নিজেই একটি স্থানীয় বেসরকারি সংস্থার সহায়তা শ্রমিকদের অ্যাকাউন্ট খুলে দিয়েছে।
শ্রমিক অধিকার আন্দোলন ‘নো সোয়েট’-এর একজন ড্যানিয়েল রেনডাল বলেন, “ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি কিছু না পাওয়ার চেয়ে নিশ্চিতভাবে ভালো। তবে প্রাইমার্ককে অনেক কিছু করতে হবে। ”
গত মে মাসে বাংলাদেশর কারখানা ও অগ্নিনিরাপত্তা নিয়ে যে আন্তর্জাতিক চুক্তি হয়েছে তাতে স্বাক্ষরকারী খুচরা বিক্রেতা কোম্পানিগুলোর একটি প্রাইমার্ক। বাংলাদেশ থেকে পণ্য ক্রয়কারী এইচএ্যান্ডএম, জারা, ম্যাংগো, মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো ইউরোপীয় কোম্পানিগুলো চুক্তিটিতে সই করলেও যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিশেষ করে ওয়াল-মার্ট ও গ্যাপ সই করেনি।
গত ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে আটতলা রানা প্লাজা ধসে পড়ে এক হাজার ২২৯ জন নিহত ও হাজারো লোক আহত হয়। এ ঘটনাকে পোশাক শিল্পের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ০৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর/আরআর-eic@banglanews24.com