ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার আজমির–দিল্লি-কলকাতা করিডোর

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জুন ৮, ২০১৩
এবার আজমির–দিল্লি-কলকাতা করিডোর

কলকাতাঃ আজমির-দিল্লী-কলকাতা করিডোর নিয়ে সবুজ সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই প্রকল্পের কাজের জন্য তিনি একটি অভ্যন্তরীণ মন্ত্রী গোষ্ঠী গঠন করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানান হয়েছে এই প্রকল্প এই অঞ্চল গুলির শিল্পায়নে সহায়ক হবে।

অভ্যন্তরীণ মন্ত্রিগোষ্ঠী  এই প্রকল্পের বাস্তবতা এবং  অর্থ জোগানের বিষয়টি দেখবে।

অমৃতসর থেকে দিল্লী হয়ে এই রাস্তা বিহারে প্রবেশ করবে। সেখান থেকে সরাসরি কলকাতায় এসে এই রাস্তা শেষ হবে। এই প্রকল্প কার্যকর হলে পণ্য পরিবহনের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

এর ফলে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ আসার সুযোগ তৈরি হবে। এই রাস্তার সঙ্গে পূর্ব ভারতের রেল এবং এলাহাবাদ থেকে হলদিয়া জলপথকেও যুক্ত করারও পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ০৮, ২০১৩
ভাস্কর/ সম্পাদনা: সুকুমার সরকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ