নয়াদিল্লি: জোটবদ্ধ বিরোধিতা সত্ত্বেও তথ্য আইনের আওতায় আসতেই হচ্ছে ভারতের রাজনৈতিক দলগুলোর। তথ্য অধিকার আইনে সংশোধনী এনে রাজনৈতিক দলগুলিকে বিশেষ কোনো রক্ষাকবচ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার।
৩ জুন কেন্দ্রীয় তথ্য কমিশন এক রায়ে জানিয়েছে কংগ্রেস, বিজেপি, সিপিএম, এনসিপি, সিপিআই ও বিএসপি- এই ছয়টি রাজনৈতিক দলের যাবতীয় ক্রিয়াকলাপ তথ্য অধিকার আইনের আওতায় আসবে। সাধারণ মানুষ এই রাজনৈতিক দলগুলির যাবতীয় আয়-ব্যয়, নির্বাচনী খরচের হিসাব জানতে পারবেন।
তবে স্বচ্ছতা আনতে রাজনৈতিক দলগুলিকে তথ্য অধিকার আইনের আওতায় না এনে আয়কর আইনে সংশোধনী আনা প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মণীশ তিওয়ারি। তার বক্তব্য, ২০ হাজার টাকার ঊর্ধ্বে অনুদান আনলেই স্বচ্ছতা আনা যেত।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ১০, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর