ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চালু হলো কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, সেপ্টেম্বর ১০, ২০২৫
চালু হলো কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বন্ধ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর চালু হলো নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।

বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং ব্যাপক দুর্নীতি বন্ধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশটির জেন-জিদের ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেন।

কিন্তু তার পদত্যাগের পরও দেশব্যাপী বিক্ষোভ এবং অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হলে মঙ্গলবার ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

ফলে নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।