ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুন ১০, ২০১৩
ইরাকে বোমা হামলায় নিহত ১২

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে একটি বাজারে ধারাবাহিক বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও অনেকে আহত হয়েছে। সোমবার সকালের দিকে দিয়ালা প্রদেশের শিয়া প্রধান জুদাইদা আল-সাত শহরে এ ঘটনা ঘটে।



জানা গেছে, প্রথমে দুটি গাড়ি বোমা বিস্ফোরণের পর একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়।

এখনও এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

সম্প্রতি ইরাকজুড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা বেড়ে গেছে।   এতে করে দেশটিতে গত বছরগুলোর মতো নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

২০০৮  সালের জুনের পর গত মাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। তিন সপ্তাহ আগে একটি সুন্নি মসজিদের সামনে জোড়া বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়।

জাতিসংঘের হিসাব মতে, ২০০৮ সালের জুনে এক হাজার ৪৫ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।