ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জামিন পাচ্ছেন শ্রীশান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, জুন ১১, ২০১৩
জামিন পাচ্ছেন শ্রীশান্ত

কলকাতা: আইপিএলএ স্পট ফিক্সিংয়ের অভিযোগে কারাগারে আটক ভারতীয় পেসার শ্রীশান্ত মঙ্গলবার জামিনে মুক্তি পাচ্ছেন। শ্রীশান্ত ছাড়াও আরো ১৬জনের মুক্তি পাওয়ার কথা রয়েছে।



মঙ্গলবার তাদের তিহার জেল থকে মুক্তি দেওয়া হবে। জামিনে মুক্তি পাওয়াদের মধ্যে ১৪ জন বুকিও আছেন।

শ্রীশান্ত’র সঙ্গে জামিনে মুক্তি পাচ্ছেন রাজস্থান রয়্যালসের খেলোয়াড় অঙ্কিত চৌহান এবং শ্রীশান্তের বন্ধু বুকি জিজু জনার্ধন। স্পট ফিক্সিংয়ে জড়িত কারাগারে আটক অপর রাজস্থান রয়্যালসের অপর খেলোয়াড় অজিত চান্ডিল্লা জামিনের জন্য আবেদন করেননি।

জামিনের বিষয়ে আদালত জানান, পুলিশ তাদের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম (মোকা) প্রয়োগ করার মতো যথেষ্ট প্রমাণ হাজির করতে পারেন নি।

জানা যায়, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ পাকিস্তানি বুকি জাভেদ ছোটানি’র সঙ্গে শ্রীশান্তের কথোপকথনের যে রেকর্ড পুলিশ আদালতে পেশ করেছিল তা কোনো সম্পত্তি বিষয়ক কথাবার্তা বলেই আদালতের মনে হয়।

তবে দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলের আইপিএলএ স্পট ফিক্সিংয়ে যোগাযোগ এবং হাওলার মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টি নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বাংলাদেশ সময়:  ১১১১ ঘণ্টা, জুন ১১, ২০১৩
ভাস্কর সরদার/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।