ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্নোডেনকে লাতিন আমেরিকায় যাওয়ার পরামর্শ অ্যাসাঞ্জের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, জুন ১১, ২০১৩
স্নোডেনকে লাতিন আমেরিকায় যাওয়ার পরামর্শ অ্যাসাঞ্জের

ঢাকা: যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি কর্মসূচির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে নিরাপদে থাকার জন্য লাতিন আমেরিকায় যেতে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অসংখ্য গোপন কূটনীতিক তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

সোমবার মার্কিন এক টেলিভিশনকে অ্যাসাঞ্জ বলেন, “আমি তাকে জোড়ালোভাবে লাতিন আমেরিকায় যাওয়ার পরামর্শ দেব।

গত ১০ বছরে দেখা গেছে লাতিন আমেরিকা মানবাধিকারের বিষয়টি এগিয়ে নিয়ে গেছে। সেখানে (রাজনৈতিক) আশ্রয়ের দীর্ঘ প্রথা রয়েছে। ”

লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে তিনি ওই সাক্ষাৎকার দেন। মার্কিন গোপন নথি প্রকাশ করার অপরাধে ও যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত অ্যাসাঞ্জ। তার বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। লন্ডন পুলিশের কাছে নেওয়া জামিনের শর্ত ভঙ্গ করে ২০১২ সালের ১৯ জুন তিনি ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন।

গত আগস্টে তাকে রাজনৈতিক আশ্রয় দেয় ইকুয়েডর সরকার। কিন্তু ব্রিটিশ সরকার জানিয়েছে, দূতাবাস চত্বর থেকে বের হওয়া মাত্র তাকে গ্রেফতার করা হবে।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক সদস্য স্নোডেনকে ‘বীর’ হিসেবে উল্লেখ করেছেন অ্যাসাঞ্জ।
সম্প্রতি ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান প্রকাশ করে, যুক্তরাষ্ট্র সরকার লাখো ব্যবহারকারির ফোনে আড়ি পেতেছিল এবং ফেসবুক, গুগল, ইউটিউব, মাইক্রোসফটসহসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের তথ্যের ওপর গোপনে নজরদারি করেছে। আর এ নজরদারি মার্কিন সরকার চালিয়েছে গোপনভাবে।

তিন মাসেরও কম সময় সিআইএ’র আইটি বিভাগে কাজকরা স্নোডেন গার্ডিয়ান ও মার্কিন পত্রিকা ওয়াশিংটনকে এ তথ্য ফাঁস করে দেন। অনুমতি সাপেক্ষে সোমবার গার্ডিয়ান তার পরিচয় প্রকাশ করে।

পত্রিকাটি জানিয়েছে, ২০ মে যুক্তরাষ্ট্র ছেড়ে হংকংয়ের উদ্দেশ্য পাড়ি জমান তিনি। হংকংয়ের কথা বলার অবাধ স্বাধীনতার শক্তিশালী প্রথাকে সেখানে পাড়ি জমানের কারণ হিসেবে উল্লেখ করেছেন ২৯ বছর বয়সী স্নোডেন।
এদিকে সোমবার ব্রিটিশ একটি সংবাদ মাধ্যম জানায়, স্নোডেন হংকংয়ে যে হোটেলে উঠেছিলেন সেখানে তাকে পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।