ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহাকাশে নভোযান পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুন ১১, ২০১৩
মহাকাশে নভোযান পাঠাল চীন

ঢাকা: মহাকাশে নভোযান পাঠাল চীন। তিন নভোচারীকে নিয়ে মঙ্গলবার গ্রিনিচমান সময় ৯টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে শেনঝু-১০।



মিশনে নি হাইশেংয়ের নেতৃত্বে অন্য দুই নভোচারী হলেন ঝাং শিয়াওয়াং ও ওয়াং ইয়াপিং। দ্বিতীয় চীনা নারী নভোচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন ওয়াং। ২০১২ সালের জুনে শেনঝু-৯ এ করে প্রথম চীনা নারী মহাকাশচারীর খেতাবটি নিজের করে নেন লিউ ইয়াং।

দুই সপ্তাহ মহাকাশে তিয়াংগং ল্যাবে অবস্থান করবেন তারা।

পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৩৩৫ কিলোমিটার উচুতে স্থাপিত তিয়াংগং পৌঁছতে ৪০ ঘণ্টার বেশি সময় লাগবে শেনঝু-১০ এর। মহাকাশে মনুষ্যবাহী নভোযান পাঠানোর সবশেষ পদক্ষেপের অংশ শেনঝু-১০।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১১, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর,  eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।