ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৬৬ বছরে ৬৬ পাউন্ড কেক কাটলেন লালু

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, জুন ১১, ২০১৩
৬৬ বছরে ৬৬ পাউন্ড কেক কাটলেন লালু

কলকাতা : ৬৬ বছর জন্মদিনে ৬৬ পাউন্ড ওজনের একটি কেক কাটলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব।

মঙ্গলবার লালু প্রসাদ যাদবের জন্মদিন উপলক্ষে পাটনায় আরজেডি দলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের বিরোধী দলনেতা আবদুল বারি সিদ্দিকি।

আরজেডি’র কর্মী-সমর্থকদের তরফে এই জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। বিরাট আকারের কেকটিকে আরজেডি দলের প্রতীক চিহ্ন লণ্ঠনের আকারে তৈরি করা হয়েছিল।

এই অনুষ্ঠানে আগামী লোকসভা নির্বাচনে যে কোন মূল্যে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার শপথ গ্রহণ  করা হয়। উপস্থিত সমর্থকদের মিষ্টিমুখ করান লালু প্রসাদ যাদব ।

পাটনায় আরজেডি’র প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালু প্রসাদ যাদব জ্যেষ্ঠ কন্যা মিশা ভারতী।

বাংলাদেশ সময়:  ১৬৩৭ ঘণ্টা, জুন ১১, ২০১৩
ভাস্কর সরদার/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।