ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ম্যান্ডেলার শারীরিক অবস্থা অপরিবর্তিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, জুন ১২, ২০১৩
ম্যান্ডেলার শারীরিক অবস্থা অপরিবর্তিত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলার (৯৪) শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

দেশটির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে ম্যান্ডেলার অবস্থা আগের মতোই ‘গুরুতর তবে স্থিতিশীল’ রয়েছে।



প্রেসিডেন্ট জ্যাকব জুমা’র মুখপাত্র ম্যাক মহারাজ স্থানীয় এক রেডিওকে বলেন, “ফুসফুসে রোগ সংক্রমণের কারণে ম্যান্ডেলা পাঁচদিন ধরে হাসপাতালে রয়েছেন। তিনি সবসময় চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রয়েছেন। ”   
তিনি জানান, প্রেসিডেন্ট জুমা ম্যান্ডেলার সঙ্গে দেখা করতে চান। সুযোগ পেলেই তিনি দেখা করবেন।

ম্যাক মহারাজ আরও বলেন, “চিকিৎসকদের উপর তার (জুমার) পূর্ণ আস্থা রয়েছে। তারা (চিকিৎসকরা) মাদিবাকে সুস্থ করে তুলতে তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করছে। ”

মাদিবা ম্যান্ডেলার গোত্রীয় নাম। এদিকে ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার যে হাসপাতালে রাখা হয়েছে তার চারদিকে পুলিশি প্রহরা বাড়ানো হয়েছে। হাসপাতালের বাইরে পুলিশ বেষ্টনি তৈরি করে রেখেছে।

টেলিভিশন বা পত্রিকার কোনো সাংবাদিককেই হাসপাতালের ভেতরে যেতে দেয়া হচ্ছেনা। হাসপাতাল ভবনে প্রবেশের আগে প্রত্যেকটি যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

ফুসফুসে রোগ সংক্রমণের জন্য ম্যান্ডেলাকে শনিবার হাসপাতালে নেয়া হয়।

দক্ষিণ আফ্রিকার জনগণ দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের আরাগ্য কামনায় প্রার্থনা করছেন। বিশ্ববাসীও বণবাদ বিলুপ্তের জন্য শান্তিতে নোবেলজয়ীর সুস্থতা কামনা করছেন প্রার্থনা করছেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ১২, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।