কলকাতা: সমাজ এগিয়ে নিতে, নারী নির্যাতনের ঘটনা কমাতে ও নিজেদের ঐতিহ্য বজায় রাখতে অবিবাহিত নারীদের মোবাইল ফোন ও জিন্স ব্যবহারে নিয়ন্ত্রণ জারি করার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ রঘুনন্দন শর্মা।
শ্রী শর্মা বিজেপি’র রাজ্যসভার সদস্য এবং মধ্য প্রদেশ রাজ্য বিজেপি’র সহ সভাপতি।
তিনি জানান, এটা ভারতীয় সংস্কৃতির পরিপন্থি। তবে তার এই উপদেশ শুধু হিন্দু ব্রাহ্মণদের জন্য।
গত রোববার মধ্য প্রদেশের রত্নাম জেলার ব্রাহ্মণদের এক সভায় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার এ বিষয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “আমি বুঝতে পারছিনা এ বিষয়ে সাংবাদিকদের সমস্যা কোথায়? আমি এটা হিন্দু ব্রাহ্মণ সমাজের একটি সভাতে বলেছি। আমি এই ব্রাহ্মণ সমাজের অঙ্গ এবং আমি এদের নেতা। তাই ব্রাহ্মণ সমাজের উন্নতির জন্য কি করা উচিত আমি সে বিষয়ে বক্তব্য রেখেছি। ”
তিনি জানান, এ কথা তিনি রাজ্যসভার সদস্য বা দেশের সাংসদ কিংবা বিজেপি’র নেতা হিসেবে বলেননি। এমনকি গোটা দেশের জন্য তিনি এ মন্তব্য করেননি। এটা তার একান্ত ব্যক্তিগত ধারণা।
তিনি বলেন, “সবারই অনুধাবন করা উচিত যে আমরা পাশ্চাত্যের অনুকরণ করতে গিয়ে নিজেদের সংস্কৃতি হারিয়ে ফেলছি। আমাদের ঐতিহ্য জিন্স পরার অনুমতি দেয় না। ”
পরিশেষে তিনি আবার মনে করিয়ে দেন তিনি কথা শুধু ব্রাহ্মণ সমাজের উদ্দেশ্যে বলেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ১২, ২০১৩
ভাস্কর সরদার/সম্পদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর