ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে বিলুপ্ত হচ্ছে ১৬০ বছরের টেলিগ্রাম সার্ভিস

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, জুন ১৩, ২০১৩
ভারতে বিলুপ্ত হচ্ছে ১৬০ বছরের টেলিগ্রাম সার্ভিস

নয়াদিল্লি: পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের উপস্থিতির অনিবার্যতা নিশ্চিত করতে না পেরে ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী টেলিগ্রাম সার্ভিস।

ভারতীয় ডাক বিভাগের টেলিগ্রাফ পরিষেবার মাধ্যমে ১৬০ বছর যাবত টেলিগ্রাম সেবাটি গ্রহণ করে আসছিল সাধারণ মানুষ।



অবশেষে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিতে যাচ্ছে অসংখ্য গান, কবিতা, উপন্যাস, সিনেমাসহ ভারতীয় সাধারণ জীবন যাপন, স্মৃতি ও অভিজ্ঞতার সাথে জড়িয়ে যাওয়া এই সার্ভিসটি — বিএসএনএলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

আগামী ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে টেলিগ্রাফ-টেলিগ্রাম সার্ভিস বিলুপ্ত করা হবে। আর সেই সাথেই বন্ধ হয়ে যাবে একদিন আগে পর্যন্ত সক্রিয় থাকা বিএসএনলের প্রতিটি দফতরের টেলিগ্রাম বুকিং বিভাগ।

তবে বিলুপ্ত ঘোষণার পরবর্তী ছয় মাস পর্যন্ত দফতরে নথিপত্র রাখা হবে। বিভাগটির সাথে সংশ্লিষ্ট যাবতীয় লেনদেন শেষ হলে তারপর পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে টেলিগ্রাম বিভাগ। যে সব কর্মচারী এই বিভাগে কাজ করতেন তাদের অন্যত্র বদলি করে দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
এসপি/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।