ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পার্কস্ট্রিট মিউজিক ওয়ার্ল্ডে ছন্দপতন

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, জুন ১৩, ২০১৩
পার্কস্ট্রিট মিউজিক ওয়ার্ল্ডে ছন্দপতন

কলকাতা: সুরের ‘জালে’ ছন্দপতন। গত দশ বছর ধরে কলকাতার পার্ক স্ট্রিটের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছিল নামটা।

জুলাইতে পাকাপাকি ছেদ পড়তে চলেছে সেই সম্পর্কে।

সদ্যপ্রয়াত রামপ্রসাদ গোয়েঙ্কা যে সংস্থাকে ঘিরে কলকাতাবাসীকে সঙ্গীতের জগতে টেনে আনার স্বপ্ন দেখেছিলেন, বাস্তবের মাটিতে তার আছড়ে পড়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। এইচএমভি’র পর ঝাঁপ বন্ধ করতে চলেছে মিউজিক ওয়ার্ল্ডও। সুর হারাতে চলেছে তিলোত্তমা।

বৃহস্পতিবার পাকাপাকিভাবে বিনোদনের রিটেল ব্যবসা থেকে সরে আসার কথা ঘোষণা করল আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের  (আরপিএসজি) অধীনস্থ এই সংস্থা। বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াতেই তাদের এই চরম সিদ্ধান্ত। জাল সিডি বা পাইরেসির দৌরাত্ম ও ইন্টারনেট থেকে গান ডাউনলোডের জন্য ব্যবসা করা অসম্ভব হয়ে পড়েছে। তলানিতে ঠেকেছে বিক্রি। অনলাইন মিউজিক থেকেও আয় কমছে। সব মিলিয়ে, আরপিএসজি গোষ্ঠীর পক্ষে প্রাণান্তকর হয়ে উঠেছে দোকানের ঝাঁপ খোলা রাখা।

পশ্চিমবঙ্গে সাতটি ছাড়াও, দেশজুড়ে ২৫টি আউটলেট রয়েছে সংস্থার। জানা গেছে, আগামী সপ্তাহ থেকে এগুলি বন্ধের প্রক্রিয়া শুরু করবে আরপিএসজি। তবে সংস্থার ফ্ল্যাগশিপ স্টোর অর্থাৎ, মিউজিক ওয়ার্ল্ডের পার্ক স্ট্রিট শাখা হবে সব শেষে।

১৯৯৭ সালে চেন্নাইয়ে যে সংস্থার যাত্রা শুরু, তা মাত্র ১৫ বছরে নিজ ক্ষেত্রে দেশের প্রথমসারির সংস্থা হিসেবে জায়গা করে নিয়েছিল এমন কী, ইন্টারনেট থেকে সরাসরি গান বিক্রির ব্যবসাও শুরু হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না।
 
আরপিএসজি-র এই দাবিকে সমর্থন করে ‘মিউজিক অ্যান্ড ডিস্ক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের’ সর্বভারতীয় সম্পাদক গৌতম জাটানির বক্তব্য, মিউজিক ইন্ডাস্ট্রির কফিনে এটা শেষ পেরেক। মিউজিক ওয়ার্ল্ড ঝাঁপ বন্ধ করায় ভারতে কার্যত আর কোনো সংগঠিত মিউজিক রিটেল চেনই রইল না।

পাইরেসির দিকে আঙুল তুলে তারও দাবি, অনেক আগেই গোটা মিউজিক ইন্ডাস্ট্রিই এই দানবের পেটে গিয়েছে। এখন আর একে ঘিরে কোনো আশার জায়গা নেই।

অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর ম্যানুফ্যাকচার্স অফ মিউজিক-এর কার্যকরী সভাপতি সাহান কুমারের সাফ কথা, গত পাঁচ বছরে দেশে পাঁচশোর বেশি ক্যাসেট কোম্পানি বন্ধ হয়েছে। সেখানে মিউজিক রিটেল স্টোরের টিকে থাকাই তো অস্বাভাবিক।

অল ইন্ডিয়া আর্টিস্ট ফোরাম-এর অবস্থানও অনেকটা একই রকম। গত ১৬ বছর ধরে সংগীত ও সিনেমা প্রেমীদের কাছে অন্যতম গন্তব্য হয়ে উঠলেও, মিউজিক ইন্ডাস্ট্রির পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে টিকতে না পেরেই সরতে হচ্ছে মিউজিক ওয়ার্ল্ডকে, মত বিপণন বিশেষজ্ঞ অঞ্জন চট্টোপাধ্যায়ের।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
এসপি/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।