কলকাতা: রাত পোহালেই জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীর মূল আকর্ষণ বাংলাদেশের ইলিশ।
নিয়ম মাফিক বর্ষা এসেছে ঘড়ি ধরে, কিন্তু দেখা মিলছে না রুপালি ইলিশের। তাই দম ফেলার ফুরসত নেই শাশুড়িদের। জামাইয়ের পাতে মনমত ভোজের পসরা সাজিয়ে দেয়ার চেষ্টার কমতি রাখছেন না কেউই। ফলমূল, শাক সব্জি সামলে দেওয়া গেছে। কিন্তু, কপালে চিন্তার ভাঁজ ফেলছে ইলিশ।
ষষ্ঠীর দিন আদৌ কি ইলিশ দেওয়া যাবে আদরের জামাইয়ের পাতে? কারণ, বর্ষা সময়মতো এলেও, এ ইলিশ ধরার জন্য চাই ইলসে গুঁড়ি বৃষ্টি। কিন্তু তা না থাকায় মৎসজীবীদের জালে ধরা দিচ্ছে না ইলিশ। সেই সঙ্গে এবার বাংলাদেশ থেকে ইলিশ না পৌঁছনোয় কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বাজারে ইলিশের হাহাকার।
জামাইষষ্ঠীর দিনও ইলিশের নিশ্চয়তা দিতে পারছে না এশিয়ার বৃহত্তম মাছের আড়ত রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবারের নগেন্দ্র বাজারের আড়তদাররা।
বড় ইলিশের দেখা নেই। যেটুকু খোকা ইলিশ জালে ধরা দিচ্ছে তার দামও আকাশছোঁয়া। তাই এবার জামাইষষ্ঠীতে হয়তো ইলিশ ছাড়াই জামাইবরণ করতে হবে শাশুড়ি মায়েদের।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
শেখর বৈদ্য/সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর